কার্যকর হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৯:০৮ পিএম


কার্যকর হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হতে যাচ্ছে নতুন বিশেষ সুবিধা। আগামী জুলাই থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে। এ সুবিধা সরকারি-বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন অর্থ বিভাগ অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ১ হাজার থেকে বাড়িয়ে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ২৫০ টাকা বাড়িয়ে ন্যূনতম ৭৫০ টাকা প্রদেয় হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীদের ক্ষেত্রে যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশনের পরিমাণ ১৭ হাজার ৩৮৯ টাকা ও তদূর্ধ্ব, তারা ১০ শতাংশ হারে এবং যেসব পেনশনারের প্রাপ্য মাসিক পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা ও তদনিম্ন, তারা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং ১ জুলাই ২০২৫ তারিখ হতে এটি কার্যকর হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission