ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৮:৫৭ পিএম


ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ফাইল ছবি

ঈদ উপলক্ষে কিছুদিন আগেই টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এবার চলতি বছরের জুলাই মাসে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন তারা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুলাই হিসাবে পবিত্র আশুরা পালিত হবে।

আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। সেই হিসেবে ৬ জুলাই (রোববার) সরকারি ছুটি। তার আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন। এরপর ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। 

উল্লেখ্য, ‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামী ইতিহাসে নানা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে।

কারবালা প্রান্তরে মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission