রোহিঙ্গাদের সহায়তার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান

আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৬:৫৬ পিএম


রোহিঙ্গাদের সহায়তার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান
ছবি : সংগৃহীত

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন। 

এ সময় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমে অর্থ সহায়তা করতে এগিয়ে আসারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি বলেন, অপর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তাও ব্যাহত হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা আশঙ্কাজনকভাবে কমছে। ২০২৪ সালের জন্য জাতিসংঘের প্রাক্কলিত প্রয়োজনীয় তহবিলের মাত্র ৬৮ শতাংশ গত বছর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বলেন, তহবিল সংকটের কারণে গত ৩ জুন থেকে ইউনিসেফ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তাছাড়া ডব্লিউএফপি খাদ্য রেশন কমিয়েছে। 

বিজ্ঞাপন

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে তহবিল না পাওয়া গেলে তা আরও কমে আসবে বলে জানিয়েছেন তিনি।

আরটিভি/আরএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission