ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:৪৫ পিএম


ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা
সংগৃহীত ছবি

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত সামরিক উত্তেজনা বন্ধেরও জোর আহ্বানও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠক থেকেই ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। 

বিশ্লেষকরা বলছেন, এ বিবৃতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এ ছাড়া এ আগ্রাসনকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেও আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। 

টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদন অনুযায়ী, এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।’ 

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোরও আহ্বান জানিয়েছে আরব লীগ। গোষ্ঠীটি বলেছে, এ ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

বিজ্ঞাপন

এই বৈঠকেরই একটি অংশ হিসেবে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘর্ষ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

আরটিভি/টি/এস

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission