বর্ষায় চামড়ার ব্যাগ ও জুতার যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৭:৫৭ পিএম


চামড়ার তৈরি জিনিস
ছবি: সংগৃহীত

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় লেদারের জিনিসে সহজেই ছত্রাক পড়ে, ফেটে যেতে পারে বা রঙ উঠে যেতে পারে। তাই বিশেষ যত্ন নেওয়া জরুরি। বর্ষাকালে চামড়া বা লেদারের তৈরি জিনিস যেমন- জুতা, ব্যাগ, বেল্টের বিশেষ যত্ন নেওয়া দরকার। পানিতে ভিজলে বা দীর্ঘদিন ব্যবহার না করলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। 

বিজ্ঞাপন

তাই বর্ষায় কীভাবে চামড়ার সামগ্রী ঠিক রাখবেন জেনে নিন কিছু সহজ উপায়: 

শুকনো স্থানে রাখুন: ব্যাগ বা জুতা ব্যবহারের পর শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। সরাসরি রোদ নয়, ছায়া-আলোতে শুকানোই ভালো।

বিজ্ঞাপন

সিলিকা জেল ব্যবহার করুন: ব্যাগ বা জুতার ভেতরে সিলিকা জেল প্যাক রেখে দিন। এটি আর্দ্রতা শোষণ করে।

লেদার ক্লিনার বা কন্ডিশনার: নিয়মিত লেদার স্পেশাল ক্লিনার বা কন্ডিশনার দিয়ে মুছে পরিষ্কার রাখুন, এতে ফেটে যাওয়া বা রঙ উঠা থেকে রক্ষা পাবে।

ভেজা হলে দ্রুত শুকান: পানি লাগলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। কখনোই চুলার কাছে বা হিটারে শুকাবেন না।

বিজ্ঞাপন

ব্যবহার না করলে কভার করুন: ব্যাগ বা জুতা ব্যবহার না করলে কটন কাপড় বা ব্যাগে মুড়ে সংরক্ষণ করুন। প্লাস্টিক ব্যাগ এড়িয়ে চলুন।

বিজ্ঞাপন

লেদার ক্লিনার ও কন্ডিশনার: মাঝে মাঝে লেদার ক্লিনার বা কন্ডিশনার দিয়ে পরিষ্কার করুন। এতে জিনিসটা নরম ও চকচকে থাকবে।

কাপড়ে মুড়ে রাখুন: ব্যাগ বা জুতা ব্যবহার না করলে তুলো বা সুতির কাপড়ে মুড়িয়ে রাখুন। প্লাস্টিক দিয়ে ঢাকা ঠিক নয়।

পানি ও কাদা থেকে দূরে রাখুন: চেষ্টা করুন পানিতে না হাঁটতে এবং কাদা থেকে দূরে রাখতে।

চুলার পাশে শুকানো যাবে না: তাপ দিলে চামড়া শক্ত হয়ে ফেটে যেতে পারে।

ভিজে গেলে কী করবেন?
চামড়ার সামগ্রী হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে খবরের কাগজ বা শুকনো টিস্যু দিয়ে পানি শুষে নিন। প্রয়োজন হলে পুরো জিনিসটা খবরের কাগজ দিয়ে মুড়ে কিছুক্ষণ রাখুন। এতে ভিজে যাওয়ার ক্ষতি অনেকটাই কমবে। 

দীর্ঘদিন রেখে দিলেও হতে পারে ক্ষতি
অনেকেই শখের ব্যাগ বা জুতা ব্যবহার না করে আলমারিতে তুলে রাখুন। এতে পণ্যের গায়ে ভাঁজ পড়ে, দাগ পড়ে যেতে পারে। তাই চামড়ার তৈরি জিনিস মাঝে মাঝে ব্যবহার করুন। আর তুলে রাখার সময় অবশ্যই পলিথিন বা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে রাখুন।

প্রতিদিন যত্ন কীভাবে করবেন?
প্রতিদিন ব্যবহারের পর চামড়ার জিনিস একটি নরম, শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। এতে ধুলা-ময়লা জমবে না এবং পণ্যের স্থায়িত্বও বাড়বে। চামড়ার তৈরি সামগ্রী দামি হয়, তাই সঠিক যত্ন নিলে তা অনেক বছর ভালো থাকবে, এমনকি বর্ষাতেও।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission