বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শিশির মনিরের ১০ পরামর্শ 

আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ০৬:২০ পিএম


বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শিশির মনিরের ১০ পরামর্শ 
আইনজীবী শিশির মনির I ফাইল ছবি

দেশের চলমান অস্থিরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ১০টি পরামর্শ দিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব পরামর্শ দেন।

শিশির মনির লিখেছেন, পরিস্থিতি মোকাবিলায় করণীয় ১০টি কাজ।

বিজ্ঞাপন

Capture000

কাজগুলো হলো—
১.পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করুন, ২. মাথা ঠান্ডা রাখুন, অযথা উত্তেজিত হবেন না, ৩. নিজের মত sacrifice করার মানসিকতা বৃদ্ধি করুন,  ৪. অযথা খুঁচাখুঁচি করা থেকে বিরত থাকুন, ৫. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করুন, ৬. যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করুন, ৭. সিনিয়রদের সম্মান দিন, জুনিয়রদের স্নেহ করুন, ৮. সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা বা কাজ করবেন না, ৯. সকল ধরনের মব বন্ধ করুন এবং ১০. পজিটিভ ভূমিকা রাখুন।

সবশেষে তিনি লিখেছেন, ইনশাআল্লাহ দ্রুতই পরিস্থিতি পূর্বের চেয়ে ভাল হয়ে উঠবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission