১৮ বিচারককে অবসরে পাঠানো নিয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৫:৩২ পিএম


১৮ বিচারককে অবসরে পাঠানো নিয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া
ফাইল ছবি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শিশির মনির লিখেছেন, ১৮ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে। যুগান্তকারী সাহসী সিদ্ধান্ত। অনেক বড় সংস্কার। সকলের জন্যই শিক্ষা আছে। সাধু সাবধান!

বিজ্ঞাপন

Capture

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ ১৮ বিচারককে অবসরে পাঠায় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিজ্ঞাপন

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মো. মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মো. মজিবুর রহমান, মো. এহসানুল হক, মো. জুয়েল রানা, মো. মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ, কে, এম, মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূঁইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, মো. নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ওপরে বর্ণিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যগণ বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে কাজ করা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এসব বিচারকের অপসারণ চেয়ে গত বুধবার সংবাদ সম্মেলন করে। আর তার পরদিনই তাদেরকে অবসরে পাঠিয়েছে সরকার।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission