মধ্যপ্রাচ্য ঘিরে ‘নতুন ফন্দি’ আঁটছেন ট্রাম্প-নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৯:৫২ পিএম


মধ্যপ্রাচ্য ঘিরে ‘নতুন ফন্দি’ আঁটছেন ট্রাম্প-নেতানিয়াহু!
ফাইল ছবি

গাজা আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘একমত’ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এজন্য বিতর্কিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণে কাজ করছেন তারা। হামাসকে বিতাড়িত করে গাজার শাসনভার চারটি আরব দেশের হাতে তুলে ধরার প্রস্তাবও রয়েছে তাদের।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, গাজা যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে হামাসকে গাজা থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির শাসনভার সামলাবে চারটি আরব দেশ।

বিজ্ঞাপন

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার মধ্যপ্রাচ্য নিয়ে নতুন করে ভাবছেন নেতানিয়াহু ও ট্রাম্প। এ নিয়ে ফোনালাপ হয়েছে তাদের মধ্যে, যেখানে যুক্ত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরাইলি কৌশলমন্ত্রী রন ডারমারও। পরিকল্পনা অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে অগ্রসর হতে পারে ইসরায়েল।
 
সেই পরিকল্পনায় গাজা থেকে হামাসকে বিতাড়িত করে চারটি আরব দেশের যৌথ শাসনের প্রস্তাবও রয়েছে। তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর, বাকি দুটি দেশের নাম প্রকাশ করা হয়নি। একইসঙ্গে গাজা পুনর্গঠনের অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি অভিবাসন চাইবেন, তাদের গ্রহণ করবে একাধিক দেশ।
 
এছাড়া, অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে ইসরাইলি সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র। এতে সৌদি আরব এবং সিরিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে দাবি করেছে হিব্রু গণমাধ্যম ইসরায়েল হায়োম।
 
আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission