ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০১:০৬ পিএম


ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫টি যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা-তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিন্দুর।’ গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে এই অপারেশন চালায়। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে ৭ মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা—যা চলে টানা চার দিন।

ট্রাম্প একাধিকার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।
 
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে। কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করেনি। 

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission