‘ভারতও বিশ্বাস করে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৪:২৪ পিএম


‘ভারতও বিশ্বাস করে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই’
ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্তরাষ্ট্র জড়িত বলে অনেকে অভিযোগ করেছেন। এবার এ অভিযোগ একবারে উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ মিথ্যা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের। 

জ্যাক সুলিভান বলেন, ‘শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনও ধরনের ভূমিকা নেই, সেটা ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন।’

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমস বলছে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। সস্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর শেষ করেছেন। 

তিনি বলেছেন, ‘ঢাকায় যা ঘটেছে, তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুয়া।’

এর আগে আগস্টেই ওয়াশিংটন জানিয়েছিল, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।’

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission