আগামী মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই ঘোষণার পর গত বুধবার দেশটিকে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু বার্তা দিয়েই শান্ত হননি, এবার কানাডার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
নতুন নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করেছে। এটি ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এর আগে মার্ক কার্নি বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই ঘোষণা নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে।
কার্নি আরও বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা এখন চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।
এই ঘোষণার পর ট্রাম্প বলেছিলেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করা অনেক কঠিন হবে। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কানাডার পদক্ষেপ মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে হুমকির মুখে ফেলবে।
শেষ পর্যন্ত কানাডার বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে সেই প্রতিশোধ নিলেন ট্রাম্প। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেই সেটাই দেখার বিষয়।
আরটিভি/এসআর/এস