নড়াইলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তপু ঘোষ (২৭) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের পশ্চিম পাশের সড়কের ওপর এ ঘটনা ঘটে।
নিহত তপু ঘোষ সদরের আউড়িয়া ইউনিয়নের মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। এ দুর্ঘটনায় তিনজন আরোহী আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তপু ঘোষের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিল নিহত তপু ঘোষ। এ সময় তারা বাড়ি থেকে একটু সামনে নড়াইল-যশোর মহাসড়কে উঠলে কালনা থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, নিহতের মাথার পেছনে আঘাত ও বুকের হাড় ভেঙে রক্তক্ষরণের জন্য মারা গেছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।