রাজধানীতে ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তা হলো- চুরি-ডাকাতি-ছিনতাই করতে চাপাতি ও মোটরসাইকেল ভাড়ায় দিচ্ছে একটি চক্র। এমনকি কোনো ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা বিনিয়োগ করে চক্রটি।
পুলিশ জানায়, গত ১১ জুলাই রাজধানীর শ্যামলীতে এক পথচারীর কাছ থেকে চাপাতি হাতে ছিনতাইকারীরা ব্যাগ-মোবাইল ফোনসহ সঙ্গে থাকা সবকিছু কেড়ে নেয়। এমনকি খুলে নেওয়া হয় ওই ব্যক্তির গেঞ্জি-জুতাও। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাপাতি-মোটরসাইকেল ভাড়া দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের ভাষ্যমতে, এই চক্রের মূলহোতা কবির নামে এক ব্যক্তি। তার কাছ থেকেই চাপাতি ও মোটরসাইকেল ভাড়া নেয় ছিনতাইকারীরা। আর এই ভাড়ার অর্থ শোধ করতে হয় ছিনতাই করা মালামাল বিক্রির পর। অর্থাৎ চাপাতি-মোটরসাইকেল নেওয়ার জন্য অগ্রীম কোনো টাকা দিতে হয় না। ছিনতাই করা মালামাল বিক্রির পর ভাড়া মেটানো হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছিনতাইয়ের মূল্যবান জিনিপত্র কিনেও নেয় চক্রের মূলহোতা। এমনকি কোনো ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ার পর জামিনে ছাড়িয়ে আনতেও টাকা বিনিয়োগ করে এই চক্রটি। জামিনে বেরিয়ে আবারও ছিনতাই-ডাকাতির পর অপরাধীরা পরিশোধ করে এই টাকা।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান গণমাধ্যমকে বলেন, তারা চাপাতি, মোটরসাইকেল ভাড়া দেয়। এর বিনিময়ে ছিনতাই করা মালামাল তাদের কাছে বিক্রি করে ছিনতাইকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এসব অপরাধে কারা জড়িত আছে, আশপাশের লোকজনের মাধ্যমে আমরা তা শনাক্ত করার চেষ্টা করি। এর পাশাপাশি ইতোপূর্বে কারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের আমরা আইনের আওতায় আনি বলেও মন্তব্য করেন তিনি।
আরটিভি/কেএইচ/এস