চার বছরের জন্য নয়, বরং ১২ বছরের জন্য নির্বাচিত হবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২০ , ০৩:৩৫ পিএম


চার বছরের জন্য নয়, বরং ১২ বছরের জন্য নির্বাচিত হবো: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের কথার বাণ ততই তীব্র হচ্ছে। ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে দাবি করেছেন, শুধু আগামী চার বছরের জন্য নয়, বরং ১২ বছরের জন্য নির্বাচিত হবেন তিনি। খবর ফোর্বস ম্যাগাজিনের। 

বিজ্ঞাপন

সেই সাথে ফ্লোরিডা অঙ্গরাজ্যে যদি ট্রাম্প হেরে যান, তাহলে সেখানকার গভর্নরকে বরখাস্ত করার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

সমাবেশে ট্রাম্প জনগণের উদ্দেশ্যে বলেন, আমি যদি বিজয়ী না হই তাহলে তার দায় গর্ভনরের। যেভাবেই হোক আমি তাকে বরখাস্ত করবো।

বিজ্ঞাপন

বেশি মেয়াদের ক্ষমতায় থাকার বিষয়ে গেলো মাসেও ট্রাম্প বলেছিলেন, তিনি তৃতীয় মেয়াদের জন্য আলোচনা করবেন। 

আরও পড়ুনঃ

চীনে অবস্থানরত মার্কিন নাগরিকদের গ্রেপ্তারের হুমকি

ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৩ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ আবিস্কার

এমএস/জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission