মির্জা: ভয়ংকর মাফিয়া, সন্দেহপ্রবণ পুলিশ ও ভয়াবহ কিছু সত্য

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৩:৩৪ পিএম


মির্জা: ভয়ংকর মাফিয়া, সন্দেহপ্রবণ পুলিশ ও ভয়াবহ কিছু সত্য
ছবি: সংগৃহীত

৫০ বছর বয়সী মির্জা একজন অবিবাহিত প্রাইভেট ডিটেকটিভ। সাত বোনকে নিয়ে তার পরিবার। বোনদের একটাই লক্ষ্য- ভাইয়ের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করা। যদিও সংসার জীবন নিয়ে মির্জার আগ্রহ সামান্যই। স্বভাবে আনাড়ি, খেয়ালে হেয়ালি হলেও মির্জা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী একজন ব্যক্তি। গোয়েন্দাগিরিতে তার পর্যবেক্ষণ ক্ষমতা ঈর্ষা করার মতো। তার একটি কেস নিয়েই আগামী ২৩ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে ওয়েব-ফিল্ম মির্জা। 

বিজ্ঞাপন

ফিল্মটির নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই ওয়েব ফিল্মটি ধরাবাঁধা গোয়েন্দা গল্পের ধারা ভেঙে দর্শকদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসছে।

500068988_1108064801350819_5634580825173242846_n_20250522_140126668 

বিজ্ঞাপন

গল্পের শুরুতে আমরা দেখি লুনা নামের এক সুন্দরী তরুণী তার নিখোঁজ যমজ বোনের হদিস পেতে মির্জার কাছে সাহায্য চাইতে আসে। আপাতদৃষ্টিতে সাদামাটা একটি কেস ধীরে ধীরে পরিণত হয় বিপদজনক গোলক ধাঁধায়। যেখানে রয়েছে এক ভয়ংকর মাফিয়া, সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা আর ভুয়াবহ কিছু গোপন সত্য।

পরিচালক সুমন আনোয়ার তার রাতারগুল, কালাগুল এবং সদরঘাটের টাইগার-এর মতো কাজের জন্য সুপরিচিত। মির্জা-তেও তিনি নিজের মুন্সিয়ানা ধরে রেখেছেন। ফিল্মটিতে রহস্য, হিউমার এবং বাস্তব জীবনের এক অদ্ভুত রসায়ন তৈরি করেছেন, যা গোয়েন্দা ঘরানায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। 

পরিচালক বলেন, মির্জা একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনও আপনার চিন্তায় ছিল না।

বিজ্ঞাপন

মির্জার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission