সাড়া ফেলেছে মোশাররফ করিম ও রিপন মিয়ার বিজ্ঞাপন

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৪:৫০ পিএম


সাড়া ফেলেছে মোশাররফ করিম-রিপন মিয়ার বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) দারুণ সাড়া ফেলেছে। গেল সপ্তাহে শুক্রবার (২ মে) সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করার পর দর্শক মহলে বেশ সাড়া বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সাথে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া। অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

জাহিদ কামাল পলাশ নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেছেন, দারুন বিজ্ঞাপন। জনগণের কাছে সুন্দর বার্তা পৌছে দেবার জন্য ধন্যবাদ।’ মোহাম্মদ আব্দুর রহিম মন্তব্য করেছেন, ‘সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। সবাই মেনে চলবেন।

বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।

অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যেকোন কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালোলেগেছে। প্রচারে আসার পরে অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো, কথা একটাই যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দ‌েশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট স্বার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।

বিজ্ঞাপন

এছাড়াও বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সাথে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission