নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারাল ১৮ মাসের শিশু মো. তাওসিফ আলম ওয়ালিদ। খেলতে খেলতে রেললাইনের ধারে চলে গিয়েছিল সে। হঠাৎই ছুটে আসে দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস। মুহূর্তেই শেষ হয়ে যায় ছোট্ট তাওসিফের জীবন।
শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য রয়েল শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত তাওসিফ লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আমতলি এনায়েত পাড়া গ্রামের শাহ আলমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ দিন আগে মা’র সঙ্গে বেড়াতে এসেছিল চুনতির নানাবাড়িতে। প্রতিদিনের মতো সেদিনও বাড়ির উঠানে খেলা করছিল সে। একসময় সবার অজান্তেই পাশে থাকা রেললাইনের দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি যখন লাইনের পাশ দিয়ে হাঁটছিল, তখন দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। হঠাৎই শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শোকাবহ অবস্থায় তাওসিফের মা অজ্ঞান হয়ে পড়েন। চারপাশে শুধু কান্না আর আহাজারি। শিশুর এমন মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
লোহাগাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদারুল ইসলাম বলেন, কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরটিভি/এএএ/এস