ধর্ম অবমাননার অভিযোগ: তোপের মুখে জেনেসিস ইয়াসমিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৬:৪৭ পিএম


ধর্ম অবমাননার অভিযোগ: তোপের মুখে জেনেসিস ইয়াসমিন
ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান র‌্যাপার জেনেসিস ইয়াসমিন মোহনরাজকে। এই গায়িকা, র‌্যাপার, মডেলকে সবাই টমি জেনেসিস নামেই চেনেন। ২০ জুন ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ট্রু ব্লু’ শিরোনামের মিউজিক ভিডিও। তাতে দেখা যায় সারা শরীর গাঢ় নীল। লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছেন। মাথায় টিকলি। নাকে নত, গলায় নেকলেস ও হাতে গোছা গোছা চুড়ি। পরনে সোনালি সিক্যুইনের বিকিনি। চুলের লম্বা বিনুনি মাথা থেকে নেমে গেছে মাটিতে। গোপনাঙ্গে ছুঁইয়েছেন খ্রিষ্ট ধর্মের পবিত্র ক্রস! 

বিজ্ঞাপন

টমি জেনেসিসকে এমন রূপে দেখে ভীষণ চটেছেন হিন্দু, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন তিনি। তার গাত্রবর্ণ যেন মনে করিয়ে দিচ্ছে শ্যামা কালীকে। ‘ধর্ম নিয়ে ছেলেখেলা হচ্ছে’— এমনই মন্তব্য নেটিজেনদের।

TRUEBLUE-003-Photo-Credit_-Mikey-Assanin-1024x709

বিজ্ঞাপন

রিয়া নামে একজন লেখেন, লজ্জাজনক! মেয়েটি একসঙ্গে দুটি ধর্মকে আক্ষরিক অর্থেই অবজ্ঞা করছে।

সোনিয়া লেখেন, এটা অসম্মানজনক। হিন্দু দেবী ও সংস্কৃতিকে উপহাস করা মজার নয়। লজ্জা পাও। এই বাজে গানটি খুব খারাপভাবে ব্যর্থ হবে।

সোশ্যাল মিডিয়ায় টমি জেনেসিসকে বিতর্ক চললেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি এই মডেল।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission