ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০১:৫৪ পিএম


ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা
ছবি: সংগৃহীত

আসামের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়িকা গায়ত্রী হাজারিকা আর নেই। কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। 

বিজ্ঞাপন

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, নেমকেয়ার হাসপাতালের পরিচালক ডা. হিতেশ বরুয়া গণমাধ্যমকে জানান, তিনদিন আগে গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। তবে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাতে থাকেন সহকর্মী, ভক্ত ও বিশিষ্টজনেরা। চলচ্চিত্র নির্মাতা আইমি বরুয়া এক্স-এ লেখেন, গায়ত্রী হাজারিকার গায়কী আসামের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তার প্রস্থান একটি অপূরণীয় ক্ষতি।

বিজ্ঞাপন

সংগীত পরিচালক কাকোটি বলেন, তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তার মৃত্যু আসামের সংগীতজগতে এক শূন্যতার সৃষ্টি করল, যা সহজে পূরণ হবার নয়।

প্রসঙ্গত, আসামেই জন্ম ও বেড়ে ওঠা গায়ত্রী হাজারিকার। ঐতিহ্যবাহী আসামী সংগীতকে আধুনিক সুরের সঙ্গে মেলাতে তার দক্ষতা ছিল প্রশংসনীয়। বিশেষ করে তার আইকনিক গান ‘ফাগুন’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। কণ্ঠের মাধুর্য, আবেগময় গায়কী ও মঞ্চে তার সাবলীল উপস্থিতি শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছিল।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission