বিয়ে করলেন ক্যানসারে আক্রান্ত হিনা খান, পাত্র যিনি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১২:৩৬ পিএম


বিয়ে করলেন ক্যানসারে আক্রান্ত হিনা খান, পাত্র যিনি
ছবি: কোলাজ

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত বছরের ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা। ইতোমধ্যে চলছে তার চিকিৎসা।নিয়েছেন কেমো থেরাপি। 

বিজ্ঞাপন

এদিকে ক্যানসারের সঙ্গে লড়াই চলা সত্ত্বেও দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সারলেন হিনা খান কোনো রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন। মন্তব্যের ঘরে নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।  

503332269_18391046533143120_197221020515598155_n

বিজ্ঞাপন

বিয়ের আয়োজনকে ঘিরে বর- কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছেন হিনা। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। হিনার শাড়ির আঁচলে সেলাই করা দুইজনের নাম। জুটির সোহাগমাখা- আদুরে ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেনরা।   

hin_20250605_113703390

সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন বলিউড নায়িকা। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে। আমাদের হৃদয় জুড়েছে শেষ জীবনকালের জন্য একটি বন্ধন তৈরি হয়েছে। আমরা একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ আইনিভাবে আমাদের প্রেমের মান্যতা পেয়েছে। স্বামী- স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।

বিজ্ঞাপন

504172835_18391046596143120_7012237243622675041_n

বিজ্ঞাপন

রকি ও হিনার সম্পর্ক বহু বছরের। রকি পেশায় একজন প্রযোজক ও পরিচালক। অন্যদিকে টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগী কী ২’ ধারাবিকে অভিনয় করেছেন হিনা। এছাড়াও ‘বিগ বস’ ১১ ও ১৪ -তার উপস্থিতি জনপ্রিয় করেছে। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission