এবার ওটিটিতে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৪:২২ পিএম


এবার ওটিটিতে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’
ছবি: সংগৃহীত

গত বছর যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি। প্রথম সিনেমাতেই নিজের মুনশিয়ানায় দর্শকদের কাছে তিনি করে নিয়েছেন আলাদা অবস্থান।

বিজ্ঞাপন

প্রশংসিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বুধবার (১৬ জুলাই) রাত ১২টা ১ মিনিট, অর্থাৎ ১৭ জুলাই থেকে এই প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এতে করে দেশ-বিদেশের সিনেপ্রেমীরা খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি, যার ক্যাপশনে লেখা, জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।

বিজ্ঞাপন

image_205061_1752591260

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। এতে নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

বিজ্ঞাপন

চরকিতে দেয়ালের দেশ মুক্তি নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, আমার মনে হয়েছে দেয়ালের দেশ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ দেয়ালের দেশ দেখার আগ্রহ জানিয়েছেন। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে, তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।

বিজ্ঞাপন

২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেয়ালের দেশ। সেসময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক-সমালোচকরা। 

২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। দেয়ালের দেশ’র গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি নিজেই।

আরটিভি/এএ  -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission