অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা জানালেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০২:০৫ পিএম


অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা জানালেন এই অভিনেত্রী
ছবি: সংগৃহীত

তারকাদের নিয়ে গুঞ্জন কিংবা গুজবের শেষ নাই। কিছুদিন পর পরই কাউকে না কাউকে নিয়ে শোনা যায় নতুন নতুন গুজব। সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভিত্তিহীন খবর ছড়াতে সময়ও লাগে না। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন। গুজব ছড়ানো হয়েছিল, তিনি ‘আত্মহত্যা’ করেছেন! যদিও পুরো খবরটিই ছিল মিথ্যা, বানোয়াট ও প্রমাণহীন।
 
গত জুনেই ছড়ানো হয়েছিল, অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন! কিন্তু যাচাই করে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার জানায়, খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই প্রমাণিত নয়। 

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ভাষ্যে, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। মূলত দেশীয় বিনোদন জগতের তারকারাই এর প্রধান শিকার।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, এ ধরনের গুজব তো নতুন না। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ দেখি কেউ মারা গেছে, একবার শুনি আমি মারা গেছি! সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক! এমনটা শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।

বিজ্ঞাপন

নিজেকে নিয়ে এমন মিথ্যা সংবাদ ছড়ালে কী মনে হয়? অপু বিশ্বাসের জবাব, আসলে কিছু মনে করি না। আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission