‘দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ১২:৩৫ পিএম


‘দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না’
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত শবনম ফারিয়া। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এবার রীতিমতো চটেছেন এ তারকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ক্ষোভ।  

ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট শেয়ার দিয়েছেন ফারিয়া। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) লেখা ওই পোস্টে বলা হয়েছে, ঢাকা কাজিপাড়ায় একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম হেবাং রেস্টুরেন্ট।যতটুকু জানি সেটা বিপলি দি কর্তৃক পরিচালিত হয়।এই হেবাং রেস্টুরেন্টটি তিলে তিলে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। আজ সকালে বাসা ভাড়া থাকা কয়েকজন বাঙালি হেবাং রেস্টুরেন্টে গিয়ে হট্টগোল করে বাকবিতন্ডায় জড়ায়। এইবারসহ মোট ৪ বার এমন ঘটনা ঘটে। মূলত শামুক আর কাঁকড়া রান্না করা ঘটনাকে কেন্দ্র করে। হেবাং কর্তৃপক্ষ জানিয়েছে রেস্টুরেন্টটি সেখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।’

এরপর লেখা হয়েছে, বিষয়টি সত্যি খুবই উদ্বেগ এবং দুঃখজনক। কারণ একটা জাতিগোষ্ঠীর খাদ্যাভাস, ভাষা, ধর্ম,সংস্কৃতি, ঐতিহ্য   নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হেনস্তা করা মোটেও যুক্তিসংগত নয়। একটা জাতি কী খাবে, কী রান্না করবে, কী পোশাক পরবে এটা ঠিক করে দেওয়ার কারোর ইখতিয়ার নেই।আমি সাপ খাই, ব্যাঙ খাই, শামুক খাই।শুধু আমি নয় আমার চৌদ্দ গোষ্ঠী খায়। এটা যদি অপরা'ধ হয়ে থাকে তাহলে সংবিধানে এটাও থাকা উচিত আমরা কি খাব, কি পড়ব?

সবশেষে বলা হয়েছে, এগুলো অতিরঞ্জিত, হিংসাত্মকমূলক, দমিয়ে রাখার পাঁয়তারা। আপনার আমার যেটা ভালো না লাগবে সেটা ইগনোর করব। কিন্তু গায়ের জোরে কাউকে বাঁধা দেওয়া এটা ক্ষমতার অপ্যবহার এবং শোষণ করা। এইদেশ যেমন আপনার এইদেশটা আমারও।তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞাপন

পোস্ট শেয়ার দিয়ে ফারিয়া লিখেছেন, এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission