মান্না ভাই ছিল বাংলাদেশের ‘জেমস বন্ড’: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৪:০০ পিএম


মান্না ছিল বাংলাদেশের ‘জেমস বন্ড’: জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক নাম মান্না। সালমান শাহ’র মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরেছিলেন এই তারকা। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা। মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও এখনো কমেনি তার আবেদন, জনপ্রিয়তা। প্রয়াত এই নায়কের সঙ্গে জাহিদ হাসানের বেশ সখ্যতা ছিল।

বিজ্ঞাপন

261356_5_20250217_160916971

নায়ক মান্নাকে বাংলাদেশের জেমস বন্ড মনে হয় জাহিদ হাসানের কাছে। সে কথা তিনি প্রয়াত নায়ককে জানিয়েছিলেনও।সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি স্মরণ করেন এ অভিনেতা।

বিজ্ঞাপন

150900448_191406819434622_656747992451045956_n

জাহিদ হাসান বলেন, একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাকেও বলেছিলাম।

সবশেষ জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার ভালো লাগে। আমি ছোট করব কেন?

বিজ্ঞাপন

মান্নার সঙ্গে লন্ডন সফর প্রসঙ্গে জাহিদ হাসান জানিয়েছেন, ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন চারশ কিলোমিটার রাস্তা।

বিজ্ঞাপন

manna-vai-2102170329_20250217_160928544

এই অভিনেতা বললেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফর করছি। রাতে আমাকে বললেন, ‘ভাইজান, তুমি এসো।’ যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন, মাছ দিয়ে ভাত। মাত্র তিন–চার দিন হলো কিন্তু আমরা গেলাম, বার্গার ও অন্যান্য ফাস্ট ফুড দিয়ে চলছিল আমাদের। তো তাঁর ভাত খেতে খুব ইচ্ছা করছে। তারপর বলল যে, এই যে এখানে।
এ কথা বলে সেখান থেকে আমরা চার শ কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাঁকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? ভাত খাওয়ার জন্য আপনার এমন করতে হবে? পাঁচ দিন ভাত না খেলে কী হয়? উনি তখন বলেন, “বুঝ না, ভাত খাব তো।’ এই হলো মান্না ভাই, একটা প্রাণোচ্ছল  মানুষ।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission