যাদেরকে নিয়ে হঠাৎ শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০২:০৭ পিএম


যাদেরকে নিয়ে হঠাৎ শ্রীলেখার বিস্ফোরক মন্তব্য

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি গত ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। এদিন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে দেশীয় তারকাদের পাশাপাশি বসেছিল বিশ্বতারকাদেরও মিলন মেলা। টালিগঞ্জ থেকে সেখানে ছিলেন শাশ্বত চ্যাটার্জি, রাইমা সেন, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও রুক্মিণী মৈত্ররা। তবে কারও নাম না নিলেও এবার আম্বানি পুত্রের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) তিনি লিখেছেন, নোংরা প্রদর্শনী চলছে, মানুষ সেগুলো গিলছে। আমাদের এখানকার তারকারা ভাড়া করা জামা আর গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছে তারা ভিভিআইপি। আর কিছু মানুষ তাদের দেখে বলছে, বাঙালি হিসেবে ‘গব্বো’ বোধ হচ্ছে।

শ্রীলেখা আরও লিখেছেন, এবার আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে। বিয়ের সার্কাসে নয়, স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। 

বিজ্ঞাপন

এই অভিনেত্রী লিখেছেন, সবার হাতে কালারড ব্রেসলেট। লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন, তারপর আর যেতে দেবে না।

শ্রীলেখার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

শুভাশিষ মিত্র নামে একজন লিখেছেন, ভাড়া করা ড্রেস? ভাড়া করা গয়না?

বিজ্ঞাপন

তার প্রশ্নের জবাবও দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, হ্যাঁ, এটি সত্য। আমি জেনেছি।

অদুশান্তি চ্যাটার্জি লিখেছেন, শতভাগ সত্য। এদের মান-সম্মানবোধ আর কিচ্ছু নেই!

স্বরূপা ঘোষ লিখেছেন, শাদীর নতুন সমার্থক শব্দ সার্কাস। 

অরূপ ভট্টাচার্য্য নামের আরেকজন লিখেছেন, বিয়ের নামে এরকম ক্রাউড ফান্ডিং করা সার্কাস প্রথম দেখলাম বাপু।  আর ধ্যাস্টামো দেখলেই জনগণ সেটা মাথায় তুলে নাচে, আজব মাইরি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission