হঠাৎ বিস্ফোরক মন্তব্য তাসনিম জারার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৭:১৫ পিএম


হঠাৎ বিস্ফোরক মন্তব্য তাসনিম জারার
ছবি: তাসনিম জারার ফেসবুক পেজ থেকে

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে হঠাৎ বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা লিখেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমাদের আশা ছিল যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে। এই লক্ষ্যে পৌঁছাতে হলে সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও দায়িত্ববোধ প্রয়োজন ছিল। কেউ একা এটা করতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, যেমন ক্রিকেটে আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকেন, তাহলে খেলার আর কোনো মানে থাকে না। তেমনই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনেরও কোনো মূল্য থাকে না। তখন শুরু হয় কাদা ছোড়াছুড়ি। কারণ, যে প্রার্থী নির্বাচিত হন, তাকে কেউ মেনে নেয় না।

Capture2

এনসিপি নেত্রী লিখেছেন, জুলাইয়ের পর আমরা দেখেছি, একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে। আজ আদালত থেকেও তাদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ধারা চলতে থাকলে, বাংলাদেশ আবার সেই পুরোনো, অন্ধকার পথেই ফিরে যাবে।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে কারা এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করল, সেটা মানুষের জানা প্রয়োজন। আমরা তথ্যপ্রমাণসহ পুঙ্খানুপুঙ্খভাবে এটা মানুষকে জানাব।

বিজ্ঞাপন

সবশেষে তাসনিম জারা লিখেছেন, আর যারা এখনও এসব কাজ করছেন, তাদের প্রতি আহ্বান, দয়া করে থামুন। আপনি দেশের ক্ষতি করছেন। নিজের দলের ক্ষতি করছেন। ইতিহাসে এই কাজের দায় এড়াতে পারবেন না।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission