ঈদ উপলক্ষে বিশেষ শিশু-কিশোরদের নিয়ে আরটিভির বিশেষ আয়োজন ‘এলো খুশির ঈদ’। গত সোমবার (২৪ এপ্রিল) দিনভর অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে অবস্থিত বিশ্বের অন্যতম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দৃশ্যধারণ করা হয়েছে।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও আরটিভির ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলামের পরিচালনা, উপস্থাপনা ও সহযোগীতায় অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ শিশু-কিশোররা পার্কটি ঘুরে দেখে।
এখানে উন্মুক্ত পরিবেশে বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, ময়ূর, কুমির, হাতি, সিংহ, নানা জাতের হরিণ, জেব্রা, বানর, হনুমান, ভাল্লুক, গয়াল, কৃষ্ণসার, ময়ূর, গুই সাপ, গিরগিটি, নীল সোনালী ম্যাকাও, আফরিকান গ্রে প্যারট, বনরুই, ছোট খাটাশ, বন বিড়াল, খরগোশ, শিয়াল, খেঁকশিয়াল, অজগর, গণ্ডার, এশীয় হাতি, পাখি পরিযান, জলচর পাখি, বনছাগল, সিংহ, এশীয় কালো ভাল্লুক, স্বাদুপানির কুমির, লোনা পানির কুমির, নীলগাইসহ নানা প্রকার প্রাণী, পাখি ও বর্ণিল মাছ দেখে শিশু-কিশোররা খুবই আনন্দিত এবং উল্লসিত হয়।
এছাড়াও বিশেষ শিশু-কিশোররা নেচে-গেয়ে তাদের ঈদ আনন্দ প্রকাশ করে, যা ‘এলো খুশির ঈদ’ অনুষ্ঠানের জন্য ধারণ করা হয়। ধারণকৃত অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৪ টায়।
বঙ্গবন্ধু সাফারি পার্কের এসিএফ সহকারী বন সংরক্ষক মোঃ রফিকুল ইসলাম বিশেষ শিশু-কিশোরদের পার্কটি ঘুরে দেখতে সার্বিক সহযোগীতা করেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদেরকে নিয়ে এমন ঈদ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি আরটিভি পরিবারকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।