আরটিভিতে একাধিক পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০৭:২৩ পিএম


আরটিভিতে একাধিক পদে চাকরির সুযোগ
ফাইল ছবি।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। চারটি ভিন্ন পদে কর্মী নেবে প্রতিষ্ঠানটি। যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় আগামী ১০ আগস্ট, ২০২৫।

বিজ্ঞাপন

১. পদের নাম: নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। তবে জার্নালিজম বিভাগ অগ্রাধিকার।

বিজ্ঞাপন

দক্ষতা ও অভিজ্ঞতা

  • ইলেকট্রনিক মিডিয়ায় কমপক্ষে ১ বছর অথবা অনলাইন মিডিয়ায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।
  • ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা ও আগ্রহ থাকতে হবে।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

২. পদের নাম: সিটি রিপোর্টার (ধানমন্ডি, মিরপুর, পুরান ঢাকা)

বিজ্ঞাপন

দক্ষতা ও অভিজ্ঞতা

বিজ্ঞাপন

  • ইলেকট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট/অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ক্যামেরা পরিচালনা ও ভিডিও এডিটিংয়ের জ্ঞান থাকতে হবে।
  • নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩. পদের নাম: ক্যামেরাম্যান

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। তবে জার্নালিজম বিভাগ অগ্রাধিকার।

দক্ষতা ও অভিজ্ঞতা

  • ইলেকট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রতিষ্ঠিত মিডিয়া হাউজে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  •  স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. পদের নাম: ট্রেইনি ক্যামেরাম্যান

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সাংবাদিকতা বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষতা ও অভিজ্ঞতা

  •  স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ থাকতে হবে।

2a3aed12-7fb6-400f-a1e0-5d1bd489eb41

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

সিভি পাঠানোর ঠিকানা: ncacareer@rtvbd.tv (বি. দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

কর্মস্থল: কারওয়ান বাজার, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট, ২০২৫।

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission