বাবার সঙ্গেই নামাজ পড়লেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট, নড়াইল

সোমবার, ২৬ জুন ২০১৭ , ১২:১৮ পিএম


বাবার সঙ্গেই নামাজ পড়লেন সাকিব

বাবার সঙ্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করলেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল ৯টায় বাবা মাশরুর রেজার সঙ্গে জেলার প্রধান জামাতের পর দোয়ায় অংশগ্রহণ করেন তিনি।

জামাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. রইচ উদ্দিন।

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক আতিকুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার শীর্ষ রাজনৈতিক নেতারা মাগুরা পৌরসভা আয়োজিত বৃহত্তর এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।

পরে সাকিব শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে যান। সেখানেই বন্ধু-স্বজনদের সঙ্গেই ঈদের দিনটা কাটাবেন তিনি। সাকিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া শহরের পৌর গোরস্থান মাঠ, পিটিআই মসজিদ মাঠ, মোল্লাপাড়া মসজিদ মাঠ, জজকোর্ট মসজিদ, পারনান্দুয়ালী জামে মসজিদসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission