ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে ব্যাট হাতে আবারও হতাশ করলেন সাকিব আল হাসান। বোকা রাটন ট্রায়ালব্লেজার্সের বিপক্ষে মাত্র চার বল খেলে করেন মাত্র ২ রান। এরপরই বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এ ম্যাচে মায়ামির নেতৃত্বেও পরিবর্তন দেখা যায়। আগের পাঁচ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া সাকিব অধিনায়কত্ব হারান। তার পরিবর্তে টস করতে নামেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মায়ামি।
ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই কার্লোস ব্র্যাথওয়েটের বলে স্কটল্যান্ডের জর্জ মানসির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। তার সঙ্গে ওপেন করতে নামা টম ও'কনেলও বেশি সময় টিকতে পারেননি, ১১ বলে করেন ১৫ রান।
৩.২ ওভার শেষে মায়ামির সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৬ রান। তখন ক্রিজে ছিলেন অ্যাঞ্জেলো পেরেরা (৬ রান) ও মার্ক দেয়াল (১ রান)। ঠিক তখনই বৃষ্টি নামে এবং দীর্ঘ অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে উভয় দল ১ পয়েন্ট করে ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
এবারের আসরে সাকিব এখন পর্যন্ত ৬ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৫২ রান ও বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তার দল মায়ামি ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে, হেরেছে চারটিতে, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ফলে সাত দলের মধ্যে তারা রয়েছে ছয় নম্বরে।
আরটিভি/এসকে -টি