জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে খলিল-মামুন

আরটিভি নিউজ  

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০১:৩৪ এএম


জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে খলিল-মামুন
মো. খলিলুর রহমান ও মোহাম্মদ মামুন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. খলিলুর রহমানকে সভাপতি, মোহাম্মদ মামুন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন প্রাপ্ত ক্ষমতাবলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী নির্বাহী কমিটি ঘোষণা করে।

ঘোষিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদা খানম, শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া খাতুন, ড. মো. আনিসুর রহমান। ছাত্র উপদেষ্টা কাজী রওনাকুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার, এ.বি.এম পারভেজ রেজা, মো. মেসবাউল আলম, আবু নাসের কচি, হাসানুজ্জামান কবির, মুহা. নিজামুল হক নাঈম।

বিজ্ঞাপন

কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. আলী হাওলাদার, সৈয়দ অহিদুজ্জামান নিক্সন, মুসা আহমেদ মাসুদ, মনিরুজ্জামান মনির, আবু ইউসুফ, বোরহান উদ্দিন, কাজী শহীদ, মনিরুজ্জামান, ফরিদ শেখ, হেমায়েত উদ্দিন, জুলকার নাঈন, নেছার আহমেদ, ওয়াহিদ শেখ, মো. আমিরুল ইসলাম সানী, শাহ জামাল, খালেদ মাহমুদ, আবু হেনা রনি, ইকবাল হুসাইন, নাজমুল হুদা, মো. জুলিয়াস সিজার, মো. শোয়েব।

এ ছাড়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন- ফারুক হোসান, আসাদুজ্জামান, শাহ আলম, ড. শাফায়েত হোসেন, মোঃ মোস্তফা জামান ও রাজ রাশেদ। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. সাইফুর রহমানকে (ফাহাদ)।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- তোফাজ্জল হোসেন, মো. রিয়াজ, তাহমিনা সাত্তার এবং সাইফুর রহমান আহসানী। প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক ছিলেন এস.এম যুবাঈর হোসেন (সামী) এবং সহ-প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আরিফ খান।

বিজ্ঞাপন

এ ছাড়া, দফতর সম্পাদক হয়েছেন আশিকুর রহমান সাদ এবং সহ-দফতর সম্পাদক ছিলেন সালাহউদ্দিন সালেহ। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নূরুন্নবী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মেহরাজ তাবাসুম (শৈলী) এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা মোমেনীন। ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুল হক এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন। 

বিজ্ঞাপন

এ ছাড়া, নির্বাহী সদস্য হয়েছেন কাজী কুতুব উদ্দিন, সজিবুর রহমান, এম.এ খায়েব মুন্সি।

নবনির্বাচিত সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামনের এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission