সম্পূরক বৃত্তি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আল্টিমেটাম দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আমরা বাধ্য হবো আপনাদের গাড়িতে তুলে দিতে। গত এক বছরে এ প্রশাসন কিছুই করতে পারেনি। ‘হবে’, ‘প্রসেসিংয়ে আছে’- এসব কথা আর শোনা যাবে না।
ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, কোনো অছাত্র বা বয়োবৃদ্ধ দিয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে না। ছাত্রত্ব যাদের আছে, তারাই ভোটাধিকার ব্যবহার করবে। অতি শিগগিরই আমাদের আবাসন ভাতা দিতে হবে। আমরা আর অজুহাত শুনবো না।
দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ছয় মাস পার হলেও একটি ক্যাফেটেরিয়া সম্পূর্ণ করতে পারেনি প্রশাসন। এই প্রশাসন আমরা এনেছি। কাজ করতে না পারলে আপনাদের চলে যেতে হবে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রশাসনকে রোডম্যাপ ঘোষণার সুনির্দিষ্ট সময় জানাতে হবে। যদি জকসু নির্বাচন না হয়, আমরা আবার আন্দোলনের ডাক দেব। তখন আপনারা তা সামাল দিতে পারবেন না- এটা আপনাদের হুঁশিয়ারি।
এ সময় বক্তব্য রাখেন ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের নেতা মাসুদ রানা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ।
আরটিভি/এমকে