স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি নিয়ে সুখবর পেলেন শিক্ষকরা

আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০৩:২৯ এএম


স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি নিয়ে সুখবর পেলেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

বদলি নিয়ে সুখবর পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এবার স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। রোববার (২০ জুলাই) শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন। পছন্দ অনুযায়ী বদলির আদেশ চূড়ান্ত হলে তা পরে বাতিলের কোনো সুযোগ থাকবে না।

এতে আরও বলা হয়েছে, বদলি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অংশ নেবেন প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভাগীয় উপপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অনলাইন আবেদন যাচাই ও অনুমোদনসহ পুরো কার্যক্রম শেষ হবে ৩১ আগস্টের মধ্যে।

বিজ্ঞাপন

এ ছাড়া এবারের বদলি কার্যক্রমে আন্তঃউপজেলা (একই জেলার মধ্যে), আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) এবং আন্তঃবিভাগে বদলির সুযোগ থাকছে। তবে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিদ্যালয়গুলো এ প্রক্রিয়ার বাইরে থাকবে।

নির্দেশনায় জানানো হয়েছে, বদলির জন্য শিক্ষকদের আবেদন যাচাই করতে হবে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রণীত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’ অনুযায়ী। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাইয়ে কোনো অনিয়ম করলে তা ভবিষ্যতে পুনর্বিবেচনার সুযোগ নষ্ট করবে বলেও সতর্ক করা হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission