২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের বিশাল সুখবর দিল এএফএ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ১২:৫৩ পিএম


২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের বিশাল সুখবর দিল এএফএ
ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তার ভক্তদের চাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপেও খেলবেন মেসি। এ বিষয়ে নিজেকে থেকে কোনো নিশ্চয়তা না দিলেও এবার মেসি ভক্তদের বিশাল সুখবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার নিশ্চয়তা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন।

আরও পড়ুন

পিটারসেন বলেন, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন লিওনেল মেসি। তিনি সবসময়ই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি নিশ্চিত করতে চাই সে সামনের বছর হতে যাওয়া বিশ্বকাপ খেলবে। কারণ আমরা জানি, তিনি দলে থাকলে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়।

মেসি ছাড়া এখন অনেটাই পরিণত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচে ইনজুরির কারণে তিনি দলের বাইরে ছিলেন। তারপরও লিওনেল স্কালোনির পরিকল্পনার অনেকটাই জুড়ে আছেন মেসি।

বিজ্ঞাপন

নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে পিটারসেন বলেন, বিশ্বকাপের এখন বেশ কিছুদিন বাকি। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নিশ্চয়ই দল নিয়ে স্কালোনির বিশেষ ভাবনা আছে। আমরা অবশ্যই ভালো কিছু করতে চাই। তবে ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপ খুব সহজ হবে না। সেই দিক থেকে বলবো মধ্যপ্রাচ্য আমাদের জন্য বেস্ট। কারণ সেখানে আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছি।
 
আরটিভি/এসআর

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission