দিনক্ষণ সব আগে থেকেই ঠিক, রোববার (২৭ জুলাই) বিয়ে। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামালপুরের শাহ আলমের (২২)।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ আলম নব্যচর বাজার এলাকার শাহ জামাল মণ্ডলের ছেলে।
জানা গেছে, রোববার (২৭ জুলাই) শাহ আলমের বিয়ের দিন ধার্য ছিল। এ উপলক্ষে গরু কেনাসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। দাওয়াত করেছিলেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের। কিন্তু আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সুইচ নষ্ট হওয়ায় সেটি মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শাহ আলমের ভাতিজা লাবন আহমেদ বলেন, আগামীকাল আমার চাচার বিয়ের তারিখ ঠিক হয়। আজ তিনি ঘরের সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।
আরটিভি/আইএম