জামালপুরের বকশীগঞ্জে চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে দক্ষিণ পলাশতলা গ্রামের ইউসুফ আলী (২৫) একই এলাকার পাঁচ বছর বয়সী ওই শিশুকে চকোলেট দেওয়ার কথা বলে নিজের ভ্যান গাড়িতে তুলে নেয়। এরপর সে বাক্কার মোড় এলাকার একটি নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইউসুফ আলী পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
ওই রাতেই শিশুটির মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এএএ -টি