কুয়াকাটায় সাগরে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। তবে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী অভিযানে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলে আলতাফ হোসেন সমুদ্রে তানভীরকে ভেসে যেতে দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়েন এবং টেনে তীরে নিয়ে আসেন। এ সময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলে নামার সময় পর্যাপ্ত সতর্কতা না নেওয়ার কারণে ওই পর্যটক প্রাণ হারাতে বসেছিলেন। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় এক তরুণকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক জয়ন্ত কুমার মণ্ডল বলেন, তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। আমরা বিষয়টি জানতে পেরেছি এবং খোঁজখবর নিচ্ছি।
উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটে
আরটিভি/এএএ/এআর