শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘আসুন পরিবেশ বাঁচাই, বেশি করে গাছ লাগাই, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই) টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ও টামটা দাখিল মাদরাসা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম হৃদয়, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ.এম. বদিউজ্জামান ভূইয়া, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপদেষ্টা প্রভাষক মো. শাহপরান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যদের মধ্যে গাজি নাবিদ ইশতিয়াক, আবদুল্লাহ নাবিদ, মেহেরাব হোসেন শান্ত, শাহরিয়ার নাফিজ, আরাফাত হোসেন, রাকিব হোসেন, জাহিদ হাসান, মারুফ মজুমদার, চয়নসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ/এআর