পান্থকুঞ্জ পার্কে ‘উন্মুক্ত ফলের বাগান’ করার উদ্যোগ

আরটিভি নিউজ  

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৭:৪৫ এএম


পান্থকুঞ্জ পার্কে ‘উন্মুক্ত ফলের বাগান’ করার উদ্যোগ
ছবি: আরটিভি

রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কে ‘উন্মুক্ত ফলের বাগান’ করার উদ্যোগ নিয়েছে ‘সহনাগরিক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এ লক্ষ্যে ২৩ প্রজাতির ফল ও ফুলের গাছ রোপণ করেছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) রোপণ করা গাছের মধ্যে জাম, জামরুল, খেজুর, কাঠাল, পেয়ারা, আতা, কাঠ লিচু, ডেউয়া, আমলকি, তেতুল, গাব, মাল্টা, বেল, বাক্স বাদাম, লটকনসহ রয়েছে ১৪ ধরনের ফলের গাছ রয়েছে। এ ছাড়া, উদাল, বট, বকুল, টগর, সোনালু ইত্যাদি গাছও রোপণ করা হয়। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, লোকালয়ে মানুষ, পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য থাকবে উন্মুক্ত ফলের বাগান, যেখানে থাকবে নানান জাতের ফল এবং ফুলের গাছ যেন বছর জুড়েই গাছে ফল ধরে থাকে, ফলের পুষ্টি যেন লোকালয়ের শিশু কিশোরদের কাছে সহজলভ্য থাকে এটা এই উদ্যোগের মূল লক্ষ্য। এমন একটি স্বপ্নকে সামনে রেখে ‘সহনাগরিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে ২০১২ সাল থেকে প্রতি বছর বর্ষায় আমরা সচেতনতামূলক প্রচারণা চালায়। এরই অংশ হিসেবে নতুন ‘উন্মুক্ত ফলের বাগান’ তৈরি করার চেষ্টা করি। এ বছর ঢাকার পান্থকুঞ্জ পার্কে একটি ফলের বাগান তৈরি করার মধ্য দিয়ে শুরু হলো আমাদের ২০২৫ সালের বৃক্ষ রোপণ উৎসব। আমরা চাই এমন শহর এবং লোকালয় তৈরি হবে যেখানে ‘লোকালয়ে থাকবে ফলের গাছ, ফল খাবো বারো মাস’।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান সাঈদ সোহাগ, কো-ওর্ডিনেটর ফারযানা জামান মিথিলা, সেচ্ছাসেবক ফারহা, ফারিশা, সাগর সাহা, মেহেরাজুল ইসলাম সৌরভ, রাকিবুল ইসলাম, মীর ইসলাম, শামিম হোসাইন প্রমুখ।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission