যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি, দুর্ভোগে যাত্রীরা

আরটিভি নিউজ 

রোববার, ১৫ জুন ২০২৫ , ১২:০০ পিএম


যমুনা সেতুতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটারজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু হয়ে ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি সেতুর ওপর কিছু যানবাহন বিকল হওয়ায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

বিজ্ঞাপন

তিনি জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশে আলাদা দুটি করে বুথ চালু আছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত) সেতু পার হয়েছে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে ১৮ হাজার ২৬৬টি যানবাহন উত্তরবঙ্গমুখী এবং ৩৩ হাজার ৩২৯টি যানবাহন ঢাকামুখী ছিল। ঢাকাগামী গাড়ি থেকেই টোল আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৫০ টাকা।

বিজ্ঞাপন

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সেতু পার হওয়ার পরপরই যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, ভোর থেকে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

আরটিভি/এএএ/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission