যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ১০:৪৫ এএম


যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
ছবি: সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহনের চাপ বেড়েছে, তবে যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতেই কর্মস্থলে পৌঁছাচ্ছেন। একইসঙ্গে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও বেড়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু থেকে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীতে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা। একদিন আগের তুলনায় বৃহস্পতিবার ৬ হাজার ৫৫১টি বেশি যানবাহন পার হয়েছে। সেতু দিয়ে প্রতি মিনিটে গড়ে ২৬টি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকাগামী লেনে যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। 

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission