কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ , ০৭:১৬ পিএম


কালীগঞ্জে ঊষার ইফতার ও দোয়া মাহফিল
ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (ঊষা)। এতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আলিফ আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিখা রানী সাহা প্রমুখ। এছাড়াও ঊষার উপদেষ্টাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)। শিক্ষার্থীদের এ সংগঠনটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission