ঝিনাইদহের কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) ভোরে কালীগঞ্জের বাবরা রেলগেট এলাকায় এক নারীর খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর মরদেহ উদ্ধার করে যশোর রেল পুলিশের কাছে হস্তান্তর করেন।
রেল দুর্ঘটনার বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, মহিলার পরিচয় শনাক্ত হয়নি। তবে দেখে মনে হয়েছে বয়স ৩২ এর কাছাকাছি।
অপরদিকে সকাল ৯টার সময় কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধু গাড়ির সংঘর্ষে রুহুল আমিন (২২) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত আরেক মোটরসাইকেল আরোহী লালচাঁনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়ারা ।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে