‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ , ০৩:৩৬ পিএম


কার্লো আনচেলত্তি
ছবি- এএফপি

চ্যাম্পিয়ন্স লিগে এখনও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ফুটবলের উজ্জ্বল তারকারা। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, অচিরেই কিলিয়ান এমবাপ্পেসহ অন্য তারকারা নিজেদের ফর্মে ফিরবেন।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচই দারুণ আনন্দ দিয়েছে সমর্থকদের। তবে বড় আসরে যে সমস্ত বড় তারকাদের দিকে চোখ ছিল, তারা কেউই সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি।

পিএসজির তারকা স্ট্রাইকার এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে হতাশ করেন। অন্যদিকে মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাদ্রিদের শীর্ষ গোলদাতা জুড বেলিংহাম সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ফর্মহীনতায় ভুগেছেন।

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে মাদ্রিদ বসের মন্তব্য, ‘ধৈর্য ধরো, হতে পারে প্রথম লেগে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। কিন্তু এখনও ম্যাচ বাকি আছে, তাদেরকে সময় দাও। অবশ্যই তারা স্বরূপে ফিরে আসবে।’

আনচেলত্তি আরও বলেন, ‘২০ বছর বয়সী বেলিংহাম তার ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছেন। যদিও মৌসুমের শুরুতে তিনি যেভাবে গোল পেয়েছেন, সেই ধারা আর ধরে রাখতে পারেননি।’

মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এবার ২০ গোল করেছেন বেলিংহাম। তবে শেষ ১৩ ম্যাচে অবশ্য করেছেন মাত্র তিন গোল। 

বিজ্ঞাপন

আনচেলত্তির ভাষ্য, ‘বেলিংহামের গোলের ধারা কিছুটা কমে গেছে, এটা বিস্ময়কর। কিন্তু সে নিজের দায়িত্বটুকু পালন করে চলেছে। মাঠে বেলিংহামের ভূমিকা একজন মিডফিল্ডারের। কিন্তু ফুটবলীয় ধারায় বলা যায় সে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে, কিছুই সে মিস করেনি। গোল করেছে, সতীর্থদের দিয়ে গোল করিয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission