গ্লোবাল সুপার লিগ

আমাজনকে হারিয়ে উড়ন্ত শুরু চ্যাম্পিয়ন রংপুরের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ১০:০৯ এএম


আমাজনকে হারিয়ে উড়ন্ত শুরু চ্যাম্পিয়ন রংপুরের
ছবি: ফেসবুক

গ্লোবাল সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। যেখানে স্বাগতিকদের ৮ রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ জুলাই) গায়ানার প্রোভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রানের পুঁজি পায় রংপুর। জবাবে ১৫৪ রানেই অলআউট হয়ে যায় গায়ানা। এতে ৮ রানের জয় পায় বাংলাদেশের দলটি।

জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল গায়ানা। জনসন চার্লস ও মঈন আলি দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তবে তাদের জুটি ভাঙার পর খেই হারিয়ে ফেলে তারা। ২৮ বলে ৪০ রান করে হারমিত সিংয়ের বলে বোল্ড হন চার্লস। মঈনকে তুলে নেন শামসি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাইগার পেসার খালেদ আহমেদ। ৪ উইকেট শিকার করেন তিনি। হেটমায়ার, রাদারফোর্ড ও প্রিটোরিয়াসের উইকেট নেওয়ার পর, শেষ দিকে এলবিডব্লিউ করেন স্প্রিংগারকে। 

বিজ্ঞাপন

শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল গায়ানার, হাতে ছিল এক উইকেট। তবে প্রথম বলেই ডেভিড উইজাকে বোল্ড করেন আফগান পেসার ওমরজাই। তাতেই জয়ের উল্লাসে মাতে রংপুর।

বিজ্ঞাপন

রংপুরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। এ ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন শামসি ও ওমরজাই। 

এর আগে, সাইফ ও সৌম্য সরকারের ব্যাটে ভালো শুরু পায় রংপুর। ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। ১৮ বলে ১৮ রান করে গুতাকেশ মোতির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। এরপর অবশ্য দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর।

মোতি ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় রংপুর। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছিলেন কাইল মায়ার্স। ইফতিখার আহমেদকে নিয়ে ৭৬ রানের অপরাজিত জুটিতে ১৬২ রানের পুঁজি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ বলে ৩ চার ও দুই ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন মায়ার্স। আর ২১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন ইফতিখার।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission