ছয় নাটক নিয়ে সজীবের ঈদ

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৩:১৭ পিএম


সংগৃহীত
ছবি- সংগৃহীত

চলছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। আর সেই আনন্দের পাল্লা ভারী করতে শোবিজ অঙ্গনেও আছে বিস্তর আয়োজন। যেমন তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব একাই বানালেন ছয়টি নাটক। গত ক’বছরে নির্মাণে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার হাত খুলে কাজ করলেন দর্শকের জন্য। ঈদ উপলক্ষে তরুণ তারকাদের নিয়েই দেড় হালি নাটক বানিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচটি নাটকে আছেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। আর একটি নাটকের নায়ক ইয়াশ রোহান।

বিজ্ঞাপন

নাটকগুলো হলো, ‘কুমিরের দরজা’ (খায়রুল বাসার ও সাবিলা নূর), ‘আমি এখানেই থাকবো’ (খায়রুল বাসার ও আনিকা বিনতে কামাল আইরা), ‘কথা বন্ধু’ (ইয়াশ রোহান ও কেয়া পায়েল), ‘একটু আধটু প্রেম’ (খায়রুল বাসার ও সাফা কবির), ‘ভালো মানুষ’ (খায়রুল বাসার ও সামিরা খান মাহি) এবং ‘আজকাল তুমি আমি’ (খায়রুল বাসার ও সাদিয়া আয়মান)।

কাজগুলো প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বললেন, আমি বিশ্বাস করি গল্পের সময় ফিরে এসেছে। এখন ভালো ভালো গল্পের কাজ দর্শক গ্রহণ করছেন। এই ঈদে তাই খুব সুন্দর ছয়টি গল্পের নাটক নিয়ে আসছি। চেষ্টা করেছি কাজগুলোতে ভিন্নতা রাখতে। আশা করি দর্শক সেই বৈচিত্র্য উপভোগ করবেন।

বিজ্ঞাপন

নির্মাতা জানিয়েছেন, ঈদে নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে, অতঃপর পাওয়া যাবে ইউটিউবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission