অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর 

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১০:৩২ এএম


অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর 
ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আসছে দ্রুতগতির ওয়্যারলেস চার্জ প্রযুক্তি। ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম ঘোষণা দিয়েছে নতুন প্রজন্মের কিউ-টু প্রযুক্তির, যা ২৫ ওয়াট গতিতে ওয়্যারলেস চার্জ দিতে সক্ষম।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, বাজারে আসার অপেক্ষায় থাকা গুগলের পিক্সেল ১০ সিরিজ হতে পারে কিউ-টু প্রযুক্তি ব্যবহারকারী প্রথম স্মার্টফোন।

বর্তমানে ওয়ানপ্লাস, শাওমি ও অপোর কিছু মডেলে ৫০ থেকে ৮০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ সুবিধা থাকলেও, এসব প্রযুক্তি ব্র্যান্ডনির্ভর ও সীমিত ব্যবহারে আবদ্ধ।

বিজ্ঞাপন

অন্যদিকে অ্যাপল, গুগল ও স্যামসাং বরাবরই WPC অনুমোদিত স্ট্যান্ডার্ড মেনে চলে, ফলে তাদের ফোনে ওয়্যারলেস চার্জের গতি এতদিন ছিল সর্বোচ্চ ১৫ ওয়াট। এতে ব্যবহারকারীদের আগ্রহ কমে যায় এবং প্রযুক্তির জনপ্রিয়তাও হ্রাস পায়।

বিশ্লেষকদের মতে, নতুন Qi2 প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেস চার্জ আবারও ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেতে পারে।

বর্তমানে অনেক স্মার্টফোনে ১০০ থেকে ১২০ ওয়াট তারযুক্ত চার্জিং ব্যবস্থায় মাত্র ২০-৩০ মিনিটেই ফোন পুরোপুরি চার্জ হয়ে যায়। সেই তুলনায় ওয়্যারলেস চার্জ অনেকটাই ধীরগতি সম্পন্ন। তবে Qi2 কেবল দ্রুতগতিই নয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যাটারির স্থায়িত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও সক্ষম বলে জানিয়েছে WPC।

বিজ্ঞাপন

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে সমন্বয়ে Qi2 যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে, তবে ওয়্যারলেস চার্জিং আবারও স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

বিজ্ঞাপন

সূত্র: নিউজ১৮

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission