চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সতর্ক করে বলেছেন, বৈশ্বিক ঐকমত্য ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কয়েকটি দেশ ও কোম্পানির ‘একচেটিয়া খেলা’ হয়ে উঠতে পারে।
সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে শনিবার প্রধানমন্ত্রী লি এ কথা বলেন। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে উলটো নিয়মনীতি কমানোর ঘোষণা দিয়েছেন।
লি বলেন, উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। আর এর জন্য সমাজের পক্ষ থেকে আরও ঐকমত্য প্রয়োজন। তিনি চীন-নেতৃত্বাধীন একটি সংস্থার ঘোষণা দেন, যা বৈশ্বিক এআই সহযোগিতা ও ওপেন-সোর্স উন্নয়নকে উৎসাহিত করবে। এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উন্নত এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্রতর হয়েছে। এর কয়েক দিন আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে এআই-এর ওপর নিয়ন্ত্রণ কমানোর ঘোষণা দেন।
একই সময়ে ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে চীনে উন্নত চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এই নিষেধাজ্ঞার ফলে চীনা কোম্পানিগুলো বিকল্প খুঁজছে। জানুয়ারিতে চীনা স্টার্টআপ ডিপসিক এমন একটি এআই মডেল চালু করে, যা উন্নত চিপ ছাড়াও মার্কিন মডেলগুলোর সমতুল্য পারফরম্যান্স দেখাতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে লি এই একচেটিয়া নিয়ন্ত্রণের সমালোচনা করেন এবং এআই প্রযুক্তিতে উন্মুক্ত প্রবেশাধিকার চান। শুধু উন্মুক্ততা, ভাগাভাগি ও ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করলেই আরও দেশ ও গোষ্ঠী এআই-এর সুফল পেতে পারে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিডিও বার্তায় বলেন, এআই নিয়ন্ত্রণ হবে আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এবারের এআই কনফারেন্সে আট শতাধিক কোম্পানি অংশ নিচ্ছে এবং তিন হাজারের বেশি প্রযুক্তি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। হুয়াওয়ে ও আলিবাবার মতো চীনা কোম্পানির পাশাপাশি টেসলা, অ্যালফাবেট ও অ্যামাজনের মতো মার্কিন কোম্পানিও অংশ নিচ্ছে। ২৯ জুলাই পর্যন্ত সম্মেলন চলবে।
আরটিভি/এএইচ