ঘটতে যাচ্ছে বিরল সূর্যগ্রহণ, দিনের আলো ঢেকে যাবে গভীর ছায়ায়

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০:৩৮ পিএম


সূর্যগ্রহণ
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

চোখ রাখুন আকাশের দিকে—আসছে এক মহাজাগতিক বিস্ময়। ২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যা দিনের আলো ঢেকে দেবে গভীর ছায়ায়। এই গ্রহণ দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আকাশে সৃষ্টি করবে এক রোমাঞ্চকর দৃশ্য।

বিজ্ঞাপন

সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে দেবে, তখন মুহূর্তেই দিনের আলো নিভে যাবে। ‘গালফ নিউজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শতাব্দীতে মাত্র একবার এমন দৃশ্য দেখা যায়।

কোথায় দেখা যাবে গ্রহণ?
বাংলাদেশ বা ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। দুপুর ২টা ৪৩ মিনিট নাগাদ চাঁদ সূর্যের প্রায় ৫৩ শতাংশ অংশ ঢেকে দেবে।

বিজ্ঞাপন

এই উপলক্ষে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপ জনসাধারণের জন্য আয়োজন করছে এক বিশেষ পর্যবেক্ষণ ইভেন্ট। সেখানে থাকবে সোলার টেলিস্কোপ, সকল বয়সীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম এবং অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীদের সরাসরি ব্যাখ্যা।

যারা ঘরে বসে পূর্ণ গ্রহণ দেখতে চান, তাদের জন্য স্পেন, মরক্কো, মিশর এবং সৌদি আরব থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।

এই গ্রহণকে বিশেষ করে তুলেছে এর দীর্ঘ স্থায়িত্ব। মিশরের লুক্সর শহরে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে সূর্য পুরোপুরি ঢেকে থাকবে। এটি শতাব্দীর মধ্যে স্থলভাগে সবচেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ গ্রহণ হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

কোন কোন দেশে দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে—স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়ার আকাশে। জেদ্দা, লুক্সর ও বেনগাজির মতো শহরগুলো সরাসরি গ্রহণপথের মধ্যে পড়বে।

বিজ্ঞাপন

নিরাপত্তার নির্দেশনা

সূর্যগ্রহণ দেখা যতই রোমাঞ্চকর হোক না কেন, নিরাপদ পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি।

খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে সূর্যের দিকে কখনো তাকানো যাবে না।

ISO 12312-2 সনদপ্রাপ্ত সোলার ভিউয়ার ব্যবহার বাধ্যতামূলক।

টেলিস্কোপ, ক্যামেরা বা দূরবীনের সঙ্গে অবশ্যই সোলার ফিল্টার যুক্ত করতে হবে।

পিনহোল প্রজেক্টরের মতো নিরাপদ প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।

পরবর্তী গ্রহণ কবে: আমিরাতে সর্বশেষ আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালের অক্টোবরে। এরপর ২০২৭ সালে আবার এই বিরল দৃশ্য মিলবে। তবে পূর্ণ সূর্যগ্রহণ আমিরাতের আকাশে পরবর্তীবার দেখা যাবে ২০৮১ সালের ৩ সেপ্টেম্বর।    

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission