সামাজিক যোগাযোগমাধ্যমে শর্ট ভিডিও বা রিলস এখন অত্যন্ত জনপ্রিয়। কাজের ফাঁকে বিনোদনের জন্য অনেকেই ঢুঁ মারেন ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউবে। তবে রিলস দেখতে গেলে প্রতিবার স্ক্রল করা অনেকের কাছেই বিরক্তিকর। এবার এই সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম।
মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি খুব শিগগিরই চালু করতে যাচ্ছে ‘অটো স্ক্রল’ ফিচার, যার মাধ্যমে রিলস দেখতে আর আলাদাভাবে স্ক্রল করতে হবে না। ভিডিওগুলো চলবে একটার পর একটা, একদম টিকটকের মতো অভিজ্ঞতা।
ইতোমধ্যেই আইফোন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই সুবিধা। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
যেভাবে চালু করবেন অটো স্ক্রল ফিচারটি:
১. প্রথমে ইনস্টাগ্রামে যেকোনো একটি রিলস ভিডিও চালান।
২. রিলসের ডানদিকের নিচে থাকা তিনটি ডট (•••)-এ ক্লিক করুন।
৩. সেখান থেকে ‘Auto-Scroll’ অপশনটি সিলেক্ট করে চালু করুন।
একবার ফিচারটি চালু করে ফেললে রিলস দেখার সময় আর হাতে স্ক্রল করতে হবে না — ইনস্টাগ্রাম নিজেই একের পর এক ভিডিও চালিয়ে যাবে। এই নতুন ফিচার ইনস্টাগ্রামে রিলস দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ ও উপভোগ্য করে তুলবে, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আরটিভি/এসকে